Breaking
16 Apr 2025, Wed

মানবিক সিদ্ধান্ত: এক সপ্তাহ পর মেডিক্যাল কলেজে চালু সাধারণ পরিষেবা

রিমা দাস, এইকাল নিউজ:

Advertisement
প্রায় এক সপ্তাহ পর রোগী ভর্তি নেওয়া শুরু হল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতলে। বুধবার সকাল থেকেই এই ভর্তি প্রক্রিয়া শুরু হয়। চালু করা হয়েছে হাসপাতালে ক্যানসারের কেমো নেওয়ার জন্য ডে কেয়ার। এছাড়াও থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু এবং রোগীদের জন্য ডে-কেয়ার চালু করা হয়েছে। অন্যদিকে একইসঙ্গে খুলে দেওয়া হয়েছে আউটডোরও।
হাসপাতালের তরফে জানা গিয়েছে, আগে প্রতিদিন আউটডোরের টিকিট বিক্রি হত দিনে ৪ থেকে ৬ হাজার। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সেই সংখ্যাটা ছিল ৩০ থেকে ৩৫ টি। হাসপাতালের সুপার ইন্দ্রনীল বিশ্বাস এবিষয়ে বলেন, ‘আমরা জরুরি পরিষেবা চালু রেখেছিলাম। কিন্তু ভর্তি নেওয়া বন্ধ ছিল। আজ কলেজ কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, খুবই জরুরি অবস্থায় কেউ এলে তাঁকে ভর্তি নেওয়া হবে এমার্জেন্সিতে। আউটডোর পরিষেবাও চালু থাকছে। কিন্তু সেখানে গত কয়েকদিনে টিকিট বিক্রি কমেছে। এখন সারাদিনে সব বিভাগ মিলে ৩০ থেকে ৪০ টি টিকিট ইস্যু হয়। তবুও আমরা পরিষেবা নিত্যদিনই চালু রাখছি। চিকিৎসকরা সময়মতো থাকছেন।’
প্রসঙ্গত, কলকাতা মেডিক্যাল কলেজকে প্রথম করোনা হাসপাতাল হিসেবে চিহ্নিত করেছে রাজ্য সরকার। তার জেরে খালি করা হয় হাসপাতাল। হাসপাতলে ভর্তি রোগীদের স্থানান্তর করা হয়েছে অন্যান্য হাসপাতালে। এই হাসপাতালের সুপার স্পেশালিটি বিল্ডিংকে করোনা মোকাবিলার জন্য গড়ে তোলা হয়েছে আধুনিক ছাঁচে। বন্ধ করে দেওয়া হয় হাসপাতালের জরুরি বিভাগ-সহ বহির্বিভাগের পরিষেবা। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়ন নানান জায়গা থেকে আসা রোগীরা।
এই পরিস্থিতিতে কলকাতা মেডিক্যাল কলেজে জরুরি ভিত্তিতে বৈঠক বসে। কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, যতদিন না পর্যন্ত এই হাসপাতলে করোনা পজেটিভ কোনও রোগী আসছেন ততদিন চালু থাকবে এই হাসপাতালের সব জরুরি বিভাগ। সেইমতো বুধবার স্ত্রীরোগ, শিশুরোগ-সহ সব জরুরি বিভাগকেই খুলে দেওয়া হয়। চালু করা হয় আউটডোর বা বহির্বিভাগও।

Developed by