রিমা দাস, এইকাল নিউজ:
করোনা মোকাবিলায় কেন্দ্রের কাছে 25 হাজার কোটি টাকা অনুদান চেয়ে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।করোনা মোকাবিলায় রাজ্যের আর্থিক অবস্থা দিনকে দিন খারাপের পথে যাচ্ছে। সে কথা জানিয়ে কেন্দ্রের কাছে যে ৩৬ হাজার কোটি টাকা রাজ্যের পাওনা রয়েছে সে কথার উল্লেখ করেন বাংলার মুখ্যমন্ত্রী। তার মধ্যে থেকেই অন্তত 25 হাজার কোটি মিটিয়ে দিতে অনুরোধ করেন।
এদিন প্রধানমন্ত্রীকে দেওয়া ওই চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, ‘করোনা মোকাবিলার জন্য রাজ্যের অনেক খরচ হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকারি কর্মীদের বেতন, কন্যাশ্রী, রুপশ্রী-সহ একাধিক সামাজিক প্রকল্পের টাকা রাজ্য সরকার আগের মতই নিয়ম অনুযায়ী দিয়ে যাচ্ছে। অন্যান্য রাজ্য সরকারি কর্মীদের বেতন কমালেও পশ্চিমবঙ্গ সরকার সেই পথে হাঁটেনি এখনও। তাই কেন্দ্রের কাছে বকেয়া টাকা থেকে ২৫ হাজার কোটি টাকা চাইছে রাজ্য সরকার।’
মুখ্যমন্ত্রী ওই চিঠিতে আরও লেখেন, বিভিন্ন খাত থেকে রাজ্যের আয় কমে দাঁড়িয়েছে ১১হাজার কোটি টাকায়। এদিকে রাজ্য সরকারি কর্মীদের বেতন সহ তপশিলি, ওবিসি প্রভৃতি ক্ষেত্রে রাজ্য সরকারকে নিজেদের তহবিল থেকে আগের মতোই টাকা দিতে হচ্ছে। একইসঙ্গে বলা হয় ওই টাকা করোনা মোকাবিলায় কোন খাতে কত খরচ হচ্ছে তা জানানো হবে। রাজ্যের অর্থমন্ত্রী কেন্দ্রের অর্থমন্ত্রীকে এবিষয়ে বিস্তারিত জানাবেন বলেও চিঠিতে মুখ্যমন্ত্রী জানান।