Breaking
16 Apr 2025, Wed

করোনা যুদ্ধে শামিল রেল! 20 হাজার কোচে আইসোলেশন

এইকাল নিউজ: করোনা যুদ্ধে এবার শামিল ভারতীয় রেলও। করোনা পরিস্থিতি মোকাবিলায়
এক্সপ্রেস ও মেল ট্রেনের 20 হাজার কোচকে করোনা আইসোলেশন কেবিন বানানো হচ্ছে। মঙ্গলবার রেলের নেওয়া এই সিদ্ধান্তের ফলে 3 লাখ 20 হাজার করোনা আক্রান্তকে কোয়ারান্টাইনে রাখা সম্ভব হবে ।
রেলের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে পাঁচ হাজার কোচকে আইসোলেশন কেবিনে বদলে ফেলার কাজ শুরু হয়েছে । যে কোচগুলোতে প্রায় 80,000 বেড থাকবে । আইসোলেশন কেবিন বানানোর জন্য মূলত এক্সপ্রেস ও মেল ট্রেনের স্লিপার কোচগুলোই বেছে নেওয়া হয়েছে ।
রেলের তরফে আরও বলা হয়েছে, করোনা আক্রান্তদের থাকার জন্য মাঝে বাথটি খুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।প্রতি কোচে 2টি করে অক্সিজেন সিলিন্ডার থাকবে । কোচের মধ্যে যাতে মশা ঢুকতে না পারে তার জন্য জানলায় মশারি লাগানোর ব্যবস্থাও করা হয়েছে । রোদে যাতে রোগীর কোনও অসুবিধা না হয় তার জন্য কোচের দু’পাশে বাঁশের দরমা লাগানো হবে ।এমনকী কোয়ারান্টাইনে থাকার সময় কারও যাতে মোবাইল চার্জ দিতে বা ল্যাপটপ চালাতে কোনও অসুবিধা না হয় সেজন্য পুরোনো চার্জিং পয়েন্টগুলোকে পালটে নতুন করে দেওয়া হবে ।
রেল আধিকারিকরা জানিয়েছেন, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ও সেনার চিকিৎসা বিভাগের পরামর্শ মেনে এই আইসোলেশন কেবিন তৈরি করা হয়েছে।

Developed by