রিমা দাস, এইকাল নিউজ:
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে প্রয়োজন পরিছন্নতা। তাই শহর সহ জেলা পরিছন্নতা বজায় রাখতে হবে সর্বত্রই। বৃহস্পতিবার সমস্ত পৌরসভার চেয়ারম্যানদের এমনটাই নির্দেশ দেন পুরো নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। পরিচ্ছন্নতা বজায় রাখতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে তাদের।
এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একটি বৈঠক করেন পুরো নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। বৈঠকে ছিলেন কয়েকটি পৌরসভার চেয়ারম্যানরা। এই বৈঠকেই বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয় এদিন। জানা গিয়েছে, প্রত্যেক জেলায়, শহরাঞ্চলে কতটা সাফাই হচ্ছে তা খতিয়ে দেখা হবে। এছাড়াও জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া কতটা সঠিকভাবে হচ্ছে তার ওপরও কড়া নজরদারি চালানো হবে। এই সমস্ত কাজ দেখার দায়িত্বে থাকবেন জেলা পিছু একজন যুগ্ম-সচিব পর্যায়ের আধিকারিক।
অন্যদিকে, সাফাই কর্মীদের জন্য ইতিমধ্যেই মাস্ক ও গ্লাভস বরাদ্দ করেছে রাজ্য সরকার। সেই সমস্ত মাস্ক, গ্লাভস তাদের কাছে যেন পৌঁছে দেওয়া হয়, এই নির্দেশও দেওয়া হয় বৈঠকে। সাফাই কর্মীদের সুরক্ষার বিষয়ে যে কোনোও ভাবেই কার্পণ্য দেখানো যাবে না, তা এদিনের বৈঠকে স্পষ্ট করে দেওয়া হয়।