Breaking
16 Apr 2025, Wed

স্যানিটাইজারের কালোবাজারি রুখতে কড়া নির্দেশিকা রাজ্য সরকারের

রিমা দাস, এইকাল নিউজ:

Advertisement

করোনা সংক্রান্ত খবর প্রকাশ্যে আসতেই স্যানিটাইজার নিয়ে শুরু হয়েছে কালোবাজারি। সুযোগ বুঝে মাস্ক ও স্যানিটাইজারের দাম আকাশছোঁয়া করে দিয়েছে বিক্রেতারা। তবে এবার এই কালোবাজারি রুখতে মাস্ক ও স্যানিটাইজার মজুত করার পরিমাণ বেঁধে দিল রাজ্য সরকার। পরিমাণ বেঁধে দিয়ে মহামারী আইনের অধীনে এক নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়।রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, এন৯৫ মাস্ক এর ক্ষেত্রে খুচরা বিক্রেতারা একসঙ্গে ১০০টি মাস্ক সংগ্রহ করতে পারবেন। পাইকারি বিক্রেতাদের ক্ষেত্রে এই সংখ্যাটি থাকবে একহাজারের মধ্যে। ত্রি-স্তরীয় মাস্ক এর ক্ষেত্রে খুচরো বিক্রেতারা সর্বাধিক ২০০ এবং পাইকারি বিক্রেতারা সর্বাধিক ৩ হাজারের বেশি মাস্ক মজুত করতে পারবেন না। এছাড়া খুচরো বিক্রেতারা সর্বাধিক দুশো এবং পাইকারি বিক্রেতারা সর্বাধিক ৩ হাজার টু প্লাই মাস্ক মজুত করতে পারবেন৷অন্যদিকে হ্যান্ড স্যানিটাইজার এর ক্ষেত্রে, খুচরো বিক্রেতারা সর্বাধিক ৫ লিটার এবং পাইকারি বিক্রেতারা সর্বাধিক ১০০ লিটার স্যানিটাইজার মজুত করতে পারবেন। নির্দেশিকায় দেওয়া পরিমাণের বেশি যদি কোন খুচরা পাইকারি বিক্রেতা সংশ্লিষ্ট দ্রব্য মজুত রাখেন তাহলে সে ক্ষেত্রে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Developed by