এইকাল নিউজ:
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 49। গত ২4 ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 11জন। নতুন করে মৃত্যুর খবর নেই। শনিবার নবান্নে এই তথ্য দিলেন মুখ্যসচিব রাজীব সিনহা।
করোনা মোকাবিলায় রাজ্যে সাতটি পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে বলেও জানান মুখ্যসচিব। তিনি জানান, পাঁচটি সরকারি হাসপাতালে এবং দু’টি বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষাকেন্দ্র তৈরি করা হয়েছে।
এদিন মুখ্য সচিব বলেন, নতুন করে আক্রান্ত 11জনের মধ্যে কালিম্পঙের মৃত মহিলার পরিবারের 6 জন রয়েছেন। বাকি পাঁচজন রয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। এছাড়া 24 ঘণ্টায় 1,040 জনের টেস্ট করা হয়েছে বলেও জানান তিনি।
রাজ্য সরকার 50 হাজার মাস্ক বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে বলে এদিন জানান মুখ্য সচিব। তিনিষবলেন, 13 হাজার 500টি পিপিই পোশাক পাঠানো হয়েছে। রাজ্যে সেগুলি প্রয়োজনমতো বিতরণ করে দেওয়া হচ্ছে। করোনা চিকিৎসার জন্য রাজ্যে মোট 59 টি হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। তার মধ্যে কলকাতায় চারটি এবং অন্যান্য জেলায় 55টি অবস্থিত। রাজ্যজুড়ে 516টি কোয়ারান্টাইন সেন্টার করা হয়েছে। হোম কোয়ারান্টাইনে আছেন 52 হাজার 80 জন। হোম কোয়ারান্টাইন থেকে মুক্ত হয়েছেন 3 হাজার 36 জন। সরকারি কোয়ারান্টাইন থেকে মুক্ত 3 হাজার 385 জন।
অন্যদিকে, এদিন মুখ্যসচিবের সঙ্গে থাকা বিশেষজ্ঞ কমিটির চিকিৎসক অভিজিৎ চৌধুরী জানান, বেলেঘাটা আইডিতে যে 24 জন রোগী ভর্তি ছিলেন তাঁদের মধ্যে চারজনকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। বাকি 5 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু তাঁদের বাড়ির পরিজনদের এখনও সংক্রমণ থাকায় তাঁদের ছাড়া হচ্ছে না। ওই চিকিৎসক আরও দাবি করে বলেন, যে দু’জন অন্যান্য অসুখ নিয়ে ভর্তি হয়েছিলেন তাঁদের অবস্থা এখন স্থিতিশীল। এমনকী, বেলেঘাটা আইডিতে এখন যে ক’জন ভর্তি রয়েছেন করোনা আক্রান্ত হয়ে, তাঁদের প্রত্যেকের অবস্থাই উন্নতির দিকে।কেউই আশঙ্কাজনক নন। এই 24 জনকে ন্যূনতম ওষুধ দিয়ে ভালো করে দেওয়া গেছে বলে দাবি করেন অভিজিৎবাবু। পাশাপাশি সতর্ক করে তিনি বলেন, আগামী দু’সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ। তখন আক্রান্তের সংখ্যা স্বাভাবিকভাবেই বাড়তে পারে। তবে সেটা নিয়ে আশঙ্কা প্রকাশ করার কিছু নেই।