Breaking
18 Apr 2025, Fri

করোনা মোকাবিলায় ফের কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ মুখ্যমন্ত্রীর

রিমা দাস, এইকাল নিউজ:

Advertisement

‘করোনা মোকাবিলায় পর্যাপ্ত সাহায্য পাওয়া যাচ্ছে না কেন্দ্রের থেকে।’ সোমবার ফের এমনটাই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নবান্নে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সাংবাদিক বৈঠকে ডাকেন মুখ্যমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রী জানান, ‘রাজ্যের এখন বিপর্যস্ত অবস্থা। কিন্তু তার মধ্যে দিয়েই রাজ্য সব করছে। কেন্দ্রের কাছে ৫ লাখ পিপিই পোশাক চাওয়া হয়েছিল। সেখানে অর্ধেক পরিমাণ পোশাকও কেন্দ্র পাঠায়নি। রাজ্য নিজের আর্থিক তহবিল থেকে ১১ লক্ষ পিপিই অর্ডার দিয়েছে, তার মধ্যে এসেছে ২লক্ষ ৭হাজার ১০০টি পোশাক।’ এরপরেই অভিযোগের সুরে তিনি বলেন, ‘কেন্দ্রের কাছে যা পাওয়ার কথা ছিল তা পাইনি। এমনকী যে অর্থ সাহায্যের কথা ছিল সেটাও পাইনি। তাও এই দুর্যোগের মধ্যেই এগুলো অর্ডার দেওয়া হয়েছে চিকিৎসকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে।’
তাঁর আরও অভিযোগ, ‘এন৯৫ মাস্ক ৫লক্ষ চেয়েছি কেন্দ্রের কাছে, ১০ হাজার দিয়েছে। আমরা নিজেরা ৭ লক্ষ ৯২ হাজার আমরা অর্ডার দিয়েছি। ৭৮ হাজার ৭৫০ পেয়েছি। রোজ ৩হাজার করে আসছে।’
অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের তরফে উত্তরবঙ্গের চা বাগান খুলে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু রাজ্য এখনই চা বাগান খুলবে না বলে জানান মুখ্যমন্ত্রী। কারণ, কালিম্পং-এ একই পরিবারের ১১ জন করোনা আক্রান্ত হওয়ায় চা বাগানের শ্রমিকরা এখন কাজ করতে ভয় পাচ্ছেন। তিনি বলেন, ‘এই মুহূর্তে খুলে দেওয়া হবে না চা বাগান। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে আলোচনা করে পুনরায় চা-বাগান খোলার ব্যবস্থা নেওয়া হবে।’

Developed by