ত্রিপলি, এইকাল নিউজ:
করোনা সংক্রমণে মৃত্যু হল লিবিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিলের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।২০১১ সালে দীর্ঘদিন ধরে থাকা লিবিয়ায় শাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত করেছিলেন জিবরিল।
২১ মার্চ, হৃদরোগে আক্রান্ত হয়ে কাইরোর গানজোরি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদ জিবরিল। তিনদিন পর, ২৪ মার্চ আবার করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। এপ্রসঙ্গে হাসপাতাল পরিচালক হিশাম ওয়াগদি জানান, ‘শুরু থেকে আইসিইউ-তে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। আর কয়েক দিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফেরার কথাও ছিল তাঁর। কিন্তু পারেননি হাসপাতাল ছাড়তে। চলে গেলেন না ফেরার দেশে।’ এদিন মাহমুদ জিবরিলের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর দল- ন্যাশনাল ফোর্সেস অ্যালাইয়েন্স (এনএফএ)।
উল্লেখ্য, ২০১১ সালের লিবিয়ার বিপ্লবে যোগ দেওয়ার আগে গাদ্দাফি সরকারের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন জিবরিল। ২০১১ সালে গাদ্দাফিকে সরানোর জন্য বিদ্রোহী গ্রুপ জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) প্রধান হন। এরপর ২০১২ সালে প্রতিষ্ঠা করেন এনএফএ। গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এসময়, গাদ্দাফি সরকার উৎখাতে ও তাকে হত্যায় ন্যাটোকে সমর্থন দেয় তাঁর অন্তর্বর্তীকালীন সরকার।
চার দশক পর, ২০১২ সালে প্রথম স্বতন্ত্র নির্বাচন হয় লিবিয়ায়। নির্বাচনে তাঁর দল ভোটে জিতলেও আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। তাতে তিনি মুস্তাফা আবুশাগুরের কাছে হেরে যান।