Breaking
18 Apr 2025, Fri

সংক্রমণশূন্য এলাকায় লকডাউন তোলার প্রস্তুতি নিন! কেন্দ্রীয় মন্ত্রিদের নির্দেশ মোদির

নয়াদিল্লি, এইকাল নিউজ: এখনও দেশের সব রাজ্যের সব জেলায় ছড়ায়নি করোনা সংক্রমণ। এদিকে দেশজুড়ে লকডাউনের জেরে প্রভাব নেতিবাচক পড়েছে অর্থনীতিতে। তাই যে সমস্ত এলাকায় এই সংক্রমণ ছড়ায়নি, সংক্রমণশূন্য সেই এলাকায় আস্তে আস্তে লকডাউন তোলার প্রস্তুতি নিতে হবে। সোমবার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সূত্রের খবর, করোনায় ৮০ শতাংশ সংক্রমণের ঘটনা দেশের যে ৬২ টি জেলায় ঘটেছে ১৪ এপ্রিল লকডাউন উঠে যাওয়ার পরেও ওই সব জেলায় নিষেধাজ্ঞা বজায় থাকবে।
এর পাশাপাশি লকডাউন পরবর্তীতে কি করা হবে সে নিয়েও প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীদের পরামর্শ দিয়েছেন বলে জানা গিযেছে। সূত্রের দাবি, লকডাউন পরবর্তী পরিস্থিতিতে কোন নির্দিষ্ট দিন যান চলাচলের জন্য নির্ধারণ করা হবে, কোন দিন কোন অফিসে কত সংখ্যক কর্মীরা কাজ করবেন সে বিষয়ে একটা প্রাথমিক পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।একইসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আর নতুন করে লকডাউন না করা হলেও দীপাবলি পর্যন্ত দেশজুড়ে সামাজিক দূরত্ব পালনের নির্দেশ জারি করা হতে পারে ।

Developed by