Breaking
19 Apr 2025, Sat

করোনা পরিস্থিতি মোকাবিলায় ‘গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ড’ গড়ল রাজ্য, নেতৃত্বে নোবেলজয়ী অভিজিৎ

কলকাতা, এইকাল নিউজ:

Advertisement
করোনা পরিস্থিতি সামাল দিতে এবং ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে ‘গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ড ফর কোভিড রেসপন্স পলিসি ইন ওয়েস্ট বেঙ্গল’ গঠন করল রাজ্য সরকার। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এই বোর্ড গঠনের কথা জানান।
মুখ্যমন্ত্রী বলেন, ‘এই সময়ে ভবিষ্যৎ পরিকল্পনা ভীষণ জরুরি। সেই জন্যই এই বোর্ড।” এই বোর্ডের প্রধান উপদেষ্টা করা হয়ে হয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘যাঁদের জ্ঞান ও প্রতিভা সারা পৃথিবীতে সমাদৃত, সেরকম মানুষদের নিয়ে গঠন করা হচ্ছে এই বোর্ড। মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়ে এই বোর্ড সাহায্য করবে মহামারী পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে।’
মমতা বলেন, ‘আগে ছিল নোটবন্দি, এখন হয়েছে ঘরবন্দি। রেভিনিউ নেই, দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, কলকারখানা বন্ধ। কত দিন এভাবে সব বন্ধ থাকবে, কত দিন মানুষকে বন্দি থাকতে হবে জানি না। এর ফলে অর্থনীতি পুরো শুয়ে পড়েছে। একে কীভাবে বাঁচিয়ে তোলা যাবে, তার জন্যই এই বিশেষ কমিটি।”
মুখ্যমন্ত্রীর গঠিত এই বোর্ড রয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন রিজিওনাল ডিরেক্টর এবং আইসিএমআর-এর প্রাক্তন অধিকর্তা ডক্টর স্বরূপ সরকার। পরবর্তী কালে আরও কয়েক জন বিশিষ্ট ব্যক্তিকে এই বোর্ডে যুক্ত করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে কথাবার্তা চলছে বলেও জানান তিনি। বোর্ডের সদস্যদের সঙ্গে সমন্বয় রক্ষা করবেন চিকিৎসক অভিজিৎ চৌধুরী এবং চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়।

Developed by