শোভনলাল রাহা,এইকাল নিউজ:
রাজ্যের সাতটি জায়গাকে সংক্রমণের ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার নবান্নে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে সেই সাতটি জায়গা কী কী, তা তিনি স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী । এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সব কি বলা উচিত?এই ধরনের তথ্য বাইরে এলে গুজব ছড়াতে পারে এমন আশঙ্কাতেই জায়গার নাম বলা হচ্ছে না।’ তবে তিনি অবশ্য জানিয়েছেন, ‘সেই বিশেষ জায়গাগুলোতে একটু বেশি কন্ট্রোল করতে হবে, লক্ষণরেখা টানতে হবে।’
মমতা জানান, রাজ্যে করোনায় মৃত্যু বেড়ে হল পাঁচ। আক্রান্তদের সংখ্যা ৬১ থেকে বেড়ে হয়েছে ৬৯। অর্থ্যাৎ আট জনের দেহে সংক্রমণ মিলেছে নতুন করে। মঙ্গলবার বিকেলে নবান্নে এই পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী জানান, আক্রান্ত ৬৯ জনের মধ্যে ৬০ জনই ন’টি পরিবারের।
এদিকে, এই লকডাউনের মধ্যেও কিছু ক্ষেত্রকে শিথিল করার কথা এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, বিড়ি শ্রমিকরা যদি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সাতজনের কম বিড়ি বাঁধার কাজ করেন তাহলে আপত্তির কিছু নেই। একইভাবে ফুলের বাজার খোলার কথাও জানিয়েছেন তিনি। কিষাণ মান্ডি চালু থাকার কথাও জানান।
উৎসব প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘উৎসব আসবে, উৎসব যাবে। শবেবরাত আসছে, পয়লা বৈশাখও আসছে। ঘরে বসে উৎসব করুন।’
করোনা পরিস্থিতি মোকাবিলায় গঠিত গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ডের সদস্য হিসেবে এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের সিডিসি’র প্রাক্তন প্রধান টম ফ্রিডেন, বিশ্বব্যাঙ্কের অর্থনীতিবিদ জিষ্ণু দাস, প্রাক্তন আই এ এস জেভি আর প্রাসাদ রাও এবং যোগাযোগ বিশেষজ্ঞ সিদ্ধার্থ দুবের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।