রিমা দাস, এইকাল নিউজ: রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন দু’জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭১। বুধবার নবান্নে এই পরিসংখ্যান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া মৃত্যু এখনও পাঁচজনের হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই আক্রান্তদের মধ্যে ৬১ জন ১১টি পরিবারের সদস্য বলেও জানান তিনি। এইসকল আক্রান্তরা সামাজিক দূরত্ব অবলম্বন করেননি বলেই, তাঁরা সংক্রমিত হয়েছেন। এমনটাই বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী জানান, ‘বেলেঘাটা আই
ডি হাসপাতালে মোট ৮২টি বেড তৈরি। এখন বেলেঘাটা আইডি হাসপাতালে ১৬ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে তিনজনকে আজ ছাড়া হবে। অন্য দুজনের রিপোর্ট নেগেটিভ এসেছে। তারাও ছাড়া পাবেন খুব তাড়াতাড়ি। এছাড়াও অর্থনৈতিক পরামর্শের জন্য তিনটি টাস্কফোর্স তৈরি করেছে রাজ্য।
অন্যদিকে, রাজ্যে করোনা মোকাবিলায় পর্যাপ্ত হাইড্রক্সিক্লোরোকুইন মজুত আছে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।