রিমা দাস, এইকাল নিউজ: শহরের বাজারগুলিতে সোশ্যাল ডিসটেন্স মেইনটেন করতে তৎপর হল কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশ বাজারে ঢোকার আগেই বসল ব্যারিকেড। পুরসভার আওতাধীন বাজারগুলিতে বসানো হল লোহার কলাপসিবল গেট। বুধবার এই দৃশ্য দেখা গেল নিউ আলিপুরে ভোলানাথ মুখার্জী ও দেবপ্রিয় বোস বাজারে।
বুধবার নিউ আলিপুরে ভোলানাথ মুখার্জী বাজারের সামনে দেখা গেল লম্বা লাইন। দেবপ্রিয় বোস বাজারের সামনে দৃশ্যটাও ছিল এক। তবে প্রত্যেকেই দাঁড়িয়ে আছেন সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করে। আর জন্য একে দেওয়া হয়েছে বৃত্ত। বাজারে ঢোকার মুখে রয়েছে কোলাপসিবল গেট। 10 জন করে বাজারের ভেতরে প্রবেশ করতে পারছিলেন। সেই দশজন বেরোলে পড়ে 10 জন বাজারে প্রবেশ করার অনুমতি পাচ্ছিলেন। তবে এক্ষেত্রে মাস্ক অপরিহার্য। মাস্ক ছাড়া বাজারে প্রবেশ করা যাবে না এমনটাই জানিয়ে দেওয়া হয়।
এদিন এ বিষয়ে জনসাধারণকে সচেতন করেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিং। তিনি জানান, ‘মেয়রের নির্দেশ অনুযায়ী, কলকাতা পুরসভার আওতাধীন সমস্ত বাজারেই এই সর্তকতা অবলম্বন করা হয়েছে। এছাড়াও বেসরকারি যে বাজার গুলি রয়েছে সেখানেও অনুরোধ জানানো হচ্ছে সর্তকতা অবলম্বনের। এক্ষেত্রে এনজিওগুলোকে অনুরোধ করা হয়েছে, তারা যাতে তাদের এলাকাধীন বাজারগুলিতে সোশ্যাল ডিস্ট্যান্স মেইনটেন হচ্ছে কিনা নজর রাখেন।’
মঙ্গলবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, ‘বাজারগুলিতে সোশ্যাল ডিসটেন্স মানা হচ্ছে না। এই অবস্থা আয়ত্তে আনতে ব্যারিকেড বসানো হবে বাজারগুলিতে।’ এই ঘোষণা অনুযায়ী বুধবার শুরু হয়ে যায় কাজ।