Breaking
19 Apr 2025, Sat

রিমা দাস, এইকাল নিউজ:

Advertisement

জানুয়ারি মাসে থেকে শুরু হয়েছিল করোনার প্রকোপ। তাহলে নিজামুদ্দিনে জামাতের অনুমতি দেওয়া হয়েছিল কেন? বুধবার সেই প্রশ্নই তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, দেশে ২৪ মার্চ থেকে লকডাউন চালু হয়েছে। তার আগে ১৩ মার্চ নিজামুদ্দিনে জমায়েত ছিল। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যে নিজামুদ্দিন থেকে ফেরত ১০৮জন বিদেশিকে কোয়ারেন্টাইন এ পাঠানো হয়।
এদিন মুখ্যমন্ত্রী অভিযোগের সুরে বলেন, ‘আমাদের না জানালে কীভাবে ব্যবস্থা নেব? যারা নিজামুদ্দিনে বিদেশ থেকে এসেছিলেন, তারা ভারত সরকারের থেকে ভিসা পেয়েছিলেন। কিন্তু আমাদের কাছে তথ্য আসা মাত্রই ৬ঘন্টার মধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি।’ খবর পেয়ে ১০৮জন বিদেশিকে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও ৬৯ জন রাজ্যবাসীকে কোয়ারান্টাইনে পাঠিয়েছে রাজ্য সরকার।
তবে দিল্লির নিজামুদ্দিন প্রসঙ্গে তিনি সাফ উল্লেখ করেছেন, ‘ধর্ম দেখে রোগ আসে না। হিন্দু-মুসলিম দেখে রোগ হয় না।’
এদিকে ভারতে সংক্রমণ ছড়াতে নিজামুদ্দিনের জমায়েতের ভূমিকা ঠিক কতটা, তা নিয়ে একাধিক পরিসংখ্যান দিয়েছে কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয়েছে, দেশে সংক্রমিতদের ৩০ শতাংশের উৎস নিজামুদ্দিন। তারা আরও বলেছে, এখন ভারতে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে ৪.১ দিনে। নিজামুদ্দিনের জমায়েত না হলে সেটা হত ৭.৪ দিনে। অর্থাৎ প্রায় অর্ধেক সময়ে দ্বিগুণ হচ্ছে আক্রান্তের সংখ্যা।

Developed by