Breaking
19 Apr 2025, Sat

করোনা মোকাবিলায় গঠিত হল ডেটা অ্যানালাইসিস সেল

রিমা দাস, এইকাল নিউজ:

Advertisement
করোনা মোকাবিলায় এবার ডেটা অ্যানালাইসিস সেল তৈরি করল স্বাস্থ্য দফতর। ৯ সদস্যকে নিয়ে তৈরি এই কমিটি কলকাতা-সহ জেলাগুলি থেকে ডেটা কালেক্ট করবে। সেই ডেটা বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেবে রাজ্য সরকার। ডেপুটি ডিরেক্টর অব হেলথ সার্ভিস ডা. অসিত বিশ্বাসের নেতৃত্বে কাজ করবে এই কমিটি।
জানা গিয়েছে, খুব শীঘ্রই কাজ শুরু করবে এই কমিটি। কলকাতা সহ জেলাস্তর থেকে বিভিন্ন সোর্স মারফত কালেক্ট করা হবে ডেটা। এরপরে সেই ডেটার অ্যানালাইসিস চলবে। এই সমস্ত তথ্যের ওপর ভিত্তি করেই কোভিড ১৯ -এর হটস্পট চিহ্নিত করা হবে। সেই মোতাবেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে রাজ্য সরকার।
প্রত্যেকদিন কী তথ্য সংগ্রহ হচ্ছে, তা প্রত্যেকদিন বুলেটিন আকারে পেশ করা হবে। সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হবে তাও জানানো হবে বুলেটিনে।
উল্লেখ্য, করোনা মোকাবিলায় ইতিমধ্যেই তিনটি টাস্কফোর্স গঠন করেছে রাজ্য। মুখ্যসচিবের নেতৃত্বে টাস্কফোর্স রেস্ট্রিকশান অ্যান্ড রিলাক্সেশনের কাজ করবে। অর্থ সচিবের নেতৃত্ব টাস্কফোর্স অর্থনৈতিক বিষয় দেখবে। স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে টাস্কফোর্স এনফোর্সমেন্ট দেখবে। অন্যদিকে, লকডাউন ওঠার পর রাজ্যের অর্থনীতিকে সচল রাখতে তৈরি করা হয়েছে গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ড।

Developed by