Breaking
19 Apr 2025, Sat

রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত ১২! করোনা হটস্পট খুঁজে বের করতে ‘সন্ধান’ অ্যাপ

রিমা দাস, এইকাজ নিউজ: গত ২৪ ঘন্টায় নতুন করে রাজ্যে ১২জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলের রাজ্যে মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮0 জন। ৩ জন গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বৃহস্পতিবার নবান্নে এই পরিসংখ্যান দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা বাড়েনি রাজ্যে অর্থাৎ সংখ্যাটা পাঁচ রয়েছে।
অন্যদিকে, নিজামুদ্দিনে জমায়েতের পর করোনা সংক্রমণ খুঁজে বের করতে হটস্পট খুঁজতে শুরু করেছিল কেন্দ্র সরকার। এবার সেই পথে হাঁটল রাজ্য সরকারও। ‘সন্ধান’ নামে একটি সরকারি মোবাইল অ্যাপ চালু করল রাজ্য সরকার। এই অ্যাপের মাধ্যমে করোনা আক্রান্ত সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ইতিমধ্যে ৬১ টি জায়গায় কোভিড হাসপাতাল গড়ে তোলা হয়েছে। রাজ্যজুড়ে এই মুহূর্তে ৮০জন চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া ৫৬২টি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে রাজ্যের। সেখান থেকে ইতিমধ্যেই ৫১৮৮ জন ছাড়া পেয়েছেন। রাজ্যে এখনও ১৮৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, ‘আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে করোনা সংক্রমণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে। তা সরাসরি নবান্নে কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত হবে। এতে রাজ্যের কোথায় কোথায় করো না সংক্রমণ হচ্ছে তা সহজেই জানতে পারা যাবে।’
মুখ্যমন্ত্রী আরো জানান, ব্যবসায়ীদের লাইসেন্স পুনর্নবীকরণ করার সময়সীমা বাড়িয়ে ৩০ জুন করা হল। এপ্রিল মাসের শেষ এই ওই মেয়াদ শেষ হচ্ছিল। করোনার জন্য দেশজুড়ে যে লকডাউন শুরু হয়েছে তাতে থমকে গিয়েছে জনজীবন। এর ফলে লাইসেন্স পুনর্নবীকরণ করার চাপ ব্যবসায়ীদের উপর দেওয়া যাবে না। সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যদি সময়সীমা বাড়িয়েও কাজ না হয় সে ক্ষেত্রে অনলাইনে লাইসেন্স পুনর্নবীকরণ করার ব্যবস্থা করবে রাজ্য সরকার বলে এদিন জানান মুখ্যমন্ত্রী।

Developed by