রিমা দাস, এইকাল নিউজ: করোনা রোধে নয়া উদ্যোগ কলকাতা পুরসভার। শহরের জঞ্জাল সাফাইয়ে এবার ব্যবহার করা হবে অত্যাধুনিক পদ্ধতি। তারজন্য ৫০০টি পরিবেশবান্ধব গাড়ি কিনছে কলকাতা পুরসভা। এই গাড়ি গুলি শহরের সর্বত্র ঘুরে জঞ্জাল পরিষ্কার করবে। সে ক্ষেত্রে গাড়িগুলি থেকে পরিবেশ দূষণের সম্ভাবনা থাকবে না। শুক্রবার এমনটাই জানা যায় কলকাতা পুরসভার তরফে।
এদিন এবিষয়ে কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবব্রত মজুমদার (কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও জঞ্জাল সাফাই) জানান, ‘করোনা নিয়ে যথেষ্ট সতর্ক কলকাতা পুরসভা। নেওয়া হয়েছে একাধিক সাবধানতামূলক পদক্ষেপ। তাই এবার জঞ্জাল সাফাইয়ের ক্ষেত্রে পরিবেশবান্ধব গাড়ি কেনা হচ্ছে। শহরকে আরও পরিচ্ছন্ন রাখতেই এই উদ্যোগ। এই গাড়ি গুলি প্রত্যেক ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে জঞ্জাল তুলে নিয়ে আসবে।’
উল্লেখ্য, বর্তমানে পুরসভার হাতে ৪৫০টি এই ধরনের ছোট গাড়ি রয়েছে। কিন্তু, বর্তমান পরিস্থিতিতে করোনা রোধে সাফাইয়ের ওপর আরও জোর দেওয়া হয়েছে। সে কথা মাথায় রেখেই ৫০০টি ব্যাটারিচালিত পরিবেশবান্ধব গাড়ি অর্ডার দেওয়া হয় কলকাতা পুরসভার তরফে। তার মধ্যে ইতিমধ্যেই ২০০টি গাড়ি হাতে পেয়েছে কলকাতা পুরসভা। বাকি ৩০০টি গাড়ি কিছুদিনের মধ্যেই চলে আসবে বলে জানা গিয়েছে। মেয়র পারিষদ জানান, এই গাড়িগুলো কেনায় আনুমানিক ১০ কোটি টাকা খরচ হচ্ছে পুরসভার।
তবে এটাই প্রথম নয়। এর আগেও শহরে ঘিঞ্জি এলাকায় জঞ্জাল পরিষ্কার করার জন্য বিশেষ উদ্যোগ নেয় কলকাতা পুরসভা। বিশেষত বস্তি এলাকা গুলিতে ময়লা পরিষ্কার করার জন্য ব্যাটারিচালিত চার চাকার পরিবেশবান্ধব গাড়ি কিনেছিল কলকাতা পৌরসভা। তবে সেই গাড়ির সংখ্যা ছিল হাতে গোনা। এবার করোনা রোধে সাফাই ব্যবস্থা আরও জোরদার করতে তৎপর হল কলকাতা পুরসভা।