Breaking
18 Apr 2025, Fri

বাড়ল লকডাউনের সময়সীমা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, স্কুল কলেজ বন্ধ ১০ জুন পর্যন্ত

রিমা দাস, এইকাল নিউজ: বাড়ল লকডাউনের সময়সীমা। ৩০ এপ্রিল পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হল। ৩০ এপ্রিলের পর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার নবান্নে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রায় প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এক বৈঠক হয়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান মুখ্যমন্ত্রী।এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন এর সময়সীমা বাড়ানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী। আগামী দুই সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।’ এদিন ওই বৈঠকে প্রায় প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউন এর মেয়াদ বাড়ানোর পক্ষে সওয়াল করেন। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় তিনটে বর্ডার আছে তাই লকডাউন বাড়ানো হবে। এই নিয়ে এখন কোনও মতভেদে যেতে চাই না। এই পরিস্থিতিতে আমাদের একসাথে লড়াই করতে হবে।’লকডাউন এর মেয়াদ বাড়ানোর পাশাপাশি স্কুল কলেজ গুলিতেও ছুটির দিন বৃদ্ধি করা হয়েছে। আগামী ১০ জুন পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল কলেজ। অনলাইনে কলেজ ইউনিভার্সিটি তাদের শিক্ষা পদ্ধতি চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এমনিতেই পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সকল কে পাশ করিয়ে দেওয়া হয়েছে। তারা কিভাবে নিজেদের শিক্ষা প্রক্রিয়া চালু রাখবে অনলাইনে সেটা সংশ্লিষ্ট কলেজ স্কুল নিজেদের নিয়ম অনুযায়ী ঠিক করে নেবে। এরপর মুখ্য সচিব শিক্ষা দফতরের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলেও তিনি জানান মুখ্যমন্ত্রী।

Developed by