রিমা দাস, এইকাল নিউজ: নতুন করে কোনো মৃত্যুর খবর নেই রাজ্যে। তবে আক্রান্তের সংখ্যা ক্রমেই ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করো না আক্রান্ত হয়েছেন ৬ জন। এখন রাজ্যে চিকিৎসাধীন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা মোট ৯৫। শনিবার নবান্নে এই পরিসংখ্যান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি জানান এদের মধ্যে ৭০ জন ১৬ টি পরিবারের সদস্য। অর্থাৎ এই পর্যন্ত রাজ্যে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২২জন। সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন মোট ১৬ জন।
শোনা গিয়েছিল, করোনা আক্রান্তদের এলাকার নিরিখে বেশ কয়েকটি জায়গাকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে রাজ্য সরকার। কিন্তু মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, হট স্পট বলে কিছু নেই।করোনা সংক্রমণ ধরা পড়েছে এমন কয়েকটি এলাকাকে নজরে রাখা হয়েছে।