Breaking
18 Apr 2025, Fri

চাষীদের সুবিধার্থে ‘অন্নদাত্রী ‘ অ্যাপ চালু রাজ্য সরকারের

রিমা দাস, এইকাল নিউজ: চাষিদের সুবিধার্থে এবার নতুন মোবাইল অ্যাপ আনল রাজ্য সরকার। পোশাকি নাম ‘অন্নদাত্রী’। শনিবার নবান্নে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই অ্যাপের মাধ্যমে চাষিদের আর দূরে গিয়ে ফসল বিক্রি করতে হবে না। ইতিমধ্যেই রাজ্য সরকারের যে ৩০০টি মোবাইল ভ্যান রয়েছে তারা এই অ্যাপের মাধ্যমে চাষিদের অবস্থান বুঝে সেখানে গিয়ে ফসল সংগ্রহ করতে পারবে।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ধান কাটার সঙ্গে কোনও রকম সমঝোতা করা হবে না। একসঙ্গে ৫০ জন ধান কাটতে যাবেন কেন? অল্প কিছু জন ফাঁকা ফাঁকা ভাবে ধান কাটুন।’
একই সঙ্গে এদিন জীবন ও জীবিকার মধ্যে সমতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Developed by