রাজ্যে ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত ১৭, মোট আক্রান্ত ১৩২: মুখ্য সচিব
রিমা দাস, এইকাল নিউজ:
Advertisement
রাজ্যে নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭ জন। এদের মধ্যে ৪২ জনকে করোনা মুক্ত ঘোষণা করে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট সক্রিয় চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৩২। বুধবার নবান্নে মুখ্য সচিব রাজীব সিনহা এমনটাই জানান। এই পর্যন্ত রাজ্যে নতুন করে কারোর মৃত্যু হয়নি বলে জানিয়েছেন তিনি ফলে মৃত্যু সংখ্যাটা সেই সাত। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, রাজ্যে এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২১৩। করনা মুক্ত হয়ে বাড়ি গিয়েছেন মোট ৩৭।এদিন মুখ্য সচিব জানান, আজকের দিন পর্যন্ত এই পরিস্থিতি তে রাজ্যে হোম কোয়ারান্টিনে রয়েছেন ৩৭ হাজার ৬৯১জন। ১৯হাজার জনের ইতিমধ্যেই হোম কোয়ারেন্টাইনে নজরদারির সময়সীমা অতিক্রান্ত হয়েছে। সরকারি কোয়ারান্টিনে রয়েছেন ৪ হাজার ১৫৭ জন। সরকারি করেন তিন থেকে উপসর্গ নেই এমন ব্যক্তি ছাড়া পেয়েছেন সাত হাজার ৭২৯ জন। এই পর্যন্ত গোটা রাজ্যে তিন হাজার ৪৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।মুখ্য সচিব আরো জানান, ৩ লাখ ২৫ হাজার পিপিই পোশাক ইতিমধ্যেই সরবরাহ করা হয়েছে। ৩ লাখ ১৭ হাজার n95 মাস্ক বিতরণ করেছে রাজ্য সরকার। ৬৬ হাজার লিটল স্যানিটাইজার দেওয়া হয়েছে। ছয় লাখ ৭৫ হাজার দস্তানা দেওয়া হয়েছে। একই সঙ্গে যেখানে থার্মাল গানের প্রয়োজন রয়েছে সেখানে প্রয়োজন অনুযায়ী থার্মাল গান দেওয়া হচ্ছে।