Breaking
18 Apr 2025, Fri

কলকাতার রামগড়ে বসল প্রথম স্যানিটাইজার টানেল

রিমা দাস, এইকাল নিউজ:

কলকাতা পুরসভার উদ্যোগে শহরে বসল প্রথম স্যানিটাইজার টানেল। কলকাতা পুরসভার অধীনস্থ রামগড় এলাকার পুর বাজারের সামনে তৈরি করা হয়েছে এই টানেল। বুধবার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই টানেলের উদ্বোধন করেন।
করোনা সংক্রমণ এড়াতে বারবার সামাজিক দূরত্ব বিধি মেনে চলার জন্য প্রচার চালানো হচ্ছে প্রশাসনের তরফে। বাজারে গেলেও সে ক্ষেত্রে নিজেদের মধ্যে পারস্পরিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে। এবার বাজারে ঢোকার মুখেই স্যানিটাইজার টানেল বসানো হল। এই টানেলের ভেতর দিয়ে যাওয়ার সময় সোডিয়াম হাইপোক্লোরাইডের বাষ্প শরীরকে জীবাণুমুক্ত করে দেবে।
প্রসঙ্গত, শহরের বিভিন্ন রাস্তা থেকে শুরু করে নবান্ন বিভিন্ন হাসপাতাল যে মিশ্রন দিয়ে জীবাণুমুক্ত করা হচ্ছে, তা এই সোডিয়াম হাইপোক্লোরাইডেরই মিশ্রণ। এর আগে তামিলনাড়ু, কেরল, চণ্ডীগড়, হরিয়ানা, নয়ডাতে এই ধরনের স্যানিটাইজার টানেল তৈরি হলেও এরাজ্যে এই প্রথম। যদিও এর আগে ধর্মতলা হগ মার্কেটের সামনে এই টানেল বসানো হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। স্বাভাবিকভাবেই টানেল বসানোই স্থানীয় বাসিন্দাদের মধ্যে যেমন এক প্রকার শক্তি দেখা গেছে তেমনই তারা ভীষণ খুশি পুরসভার এই উদ্যোগে।

Developed by