রিমা দাস, এইকাল নিউজ:
করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশজুড়ে চলছে লকডাউন। তাতে শুধু সাধারণ জনজীবন বিপর্যস্ত হয়েছে তা নয় একইসঙ্গে বিপর্যস্ত হয়েছে শিক্ষার্থীদের পঠন-পাঠন পদ্ধতিও। এরইমধ্যে লকডাউন বাড়িয়ে দেওয়া হয়েছে ৩ মে পর্যন্ত। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবান্নে জানান, উচ্চমাধ্যমিকের যে বাকি তিনটে পরীক্ষা রয়েছে সেগুলি আগামী জুন মাসে হবে।
ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে। তাই সময় সুযোগ বুঝে তাদের ফল প্রকাশ করা হবে। একই সঙ্গে পাশ করিয়ে দেওয়া হবে একাদশ শ্রেণির পড়ুয়াদের।
এদিন নবান্নে মুখ্যমন্ত্রী এই সংকটকালীন অবস্থায় শিক্ষাব্যবস্থা নিয়ে একাধিক ঘোষণা করেন। কলেজ, বিশ্ববিদ্যালয়-সহ যে সমস্ত ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ারা রয়েছেন, তাঁদের ক্ষেত্রে একটি করে সেমিস্টার এগিয়ে দেওয়া হল অর্থাৎ একেবারে ফাইনাল সেমিস্টার দিলেই হবে তাঁদের। মুখ্যমন্ত্রী জানান, ‘মাধ্যমিক ইতিমধ্যেই হয়ে গিয়েছে। জুন মাসে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা হবে। ক্লাস ইলেভেনদেরও প্রমোশন হয়ে যাবে। পাশ করিয়ে দেওয়া হবে। কলেজের ক্ষেত্রে একটা করে সেমিস্টার এগিয়ে যাবে, শুধু ফাইনাল সেমিস্টারের পরীক্ষা হবে।’
অন্যদিকে, আইসিডিএস কেন্দ্রগুলি আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘আইসিডিএস সেন্টার বন্ধ থাকবে ১৫ মে পর্যন্ত। কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেবেন।’
২০ থেকে ৩০ এপ্রিলের মধ্যে স্কোলগুলিতে আরও একবার মিড ডে মিল দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে মিড ডে মিল স্কুল থেকে এসে সংগ্রহ করতে হবে নাকি পড়ুয়াদের বাড়িতে তা পৌঁছে দেওয়া হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি সরকারের তরফে।