Breaking
18 Apr 2025, Fri

হাওড়া স্পর্শকাতর, উত্তর ২৪ পরগনা সহ কলকাতার কিছু ওয়ার্ড রেড জোন: ঘোষণা মুখ্যমন্ত্রীর

রিমা দাস, এইকাল নিউজ:

করোনা আবহে হাওড়া নিয়ে উদ্বিগ্ন ভাব প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নবান্নে তিনি জেলা প্রশাসক ও এস পি দের নিয়ে বৈঠকে কয়েকটি জেলা সম্বন্ধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। সেখানেই তিনি হাওড়া কলকাতা ও উত্তর দিনাজপুর এই তিনটি জেলাকে স্পর্শ কাতর বলে উল্লেখ করেন। জানান, “হাওড়ার অবস্থা স্পর্শ কাতর “।

এদিন নবান্নের সভাঘরে বিভিন্ন জেলার জেলাশাসক ও এসপি দের নিয়ে এক প্রশাসনিক বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হাওড়া জেলার কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “হাওড়ার অবস্থা অত্যন্ত স্পর্শকাতর। কড়া ভাবে দেখতে হবে না হলে বিপদ। সংক্রমণ না ঠেকাতে পারলে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা রয়েছে। ” তিনি আরও জানান, রেড জোন এলাকায় সশস্ত্র পুলিশ বাহিনী নামাতে হবে। হাওড়ার কিছু জায়গা ও কলকাতার কিছু ওয়ার্ড এখন রেড জোনে রয়েছে। আগামী ১৪দিনের মধ্যে হাওড়াকে অরেঞ্জ জোনে ফেরানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। রেড জোন গুলির থেকে কাউকে বেরোতে দেওয়া যাবে না। ওই সমস্ত এলাকাগুলিতে বাইরে থেকে কেউ ঢুকতে পারবেন না। পুরো বিষয়টি দেখার জন্য সশস্ত্র পুলিশ বাহিনী নামানো হবে রেড জোন এলাকাগুলিতে বলে জানান তিনি।

একইসঙ্গে উত্তর ২৪ পরগনা জেলা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। সংশ্লিষ্ট জেলার জেলাশাসক কে নির্দেশ দিয়ে বলেন আগামী ১৪ দিনের মধ্যে ওই জেলাকে অরেঞ্জ জোনে ফেরাতে হবে। ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “প্রথম ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছিল এই উত্তর ২৪ পরগনা থেকেই। আবার প্রথম করোনাও হলো এখান থেকে।” প্রতিটি জেলার জেলা শাসক দের নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী জানান প্রতিদিন তাদের সংশ্লিষ্ট জেলা হাসপাতাল ও রেশন দোকান গুলিতে গিয়ে সারপ্রাইজ ভিজিট করতে হবে।

অন্যদিকে খানিকটা স্বস্তি প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান,” রাজ্যের ২৩টা জেলার মধ্যে ১০ টি জেলায় কোনরকম সংক্রমণ হয়নি। তার মধ্যে বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝারগ্রাম, আলিপুরদুয়ার কোচবিহার, দুই দিনাজপুর ও মালদা জেলায় এখনও কোনও সংক্রমণ নেই। তবে তার জন্য এটা ভাবার কোনো কারণ নেই যে সব ঠিক আছে। কড়াভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে প্রত্যেকটি জায়গাতেই”।

Developed by