রিমা দাস, এইকাল নিউজ:
রেশন ব্যবস্থা নিয়ে এবার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলল বামফ্রন্ট। শনিবার প্রতীকী প্রতিবাদে নামেন বামফ্রন্ট নেতৃত্ব। সামাজিক দূরত্ব বজায় রেখে এদিন রেড রোডে এই বিক্ষোভ-কর্মসূচি থেকে সচিন তথ্য প্রকাশের দাবি জানান বাম নেতারা। নেতৃত্বে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এছাড়াও ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে এদিন প্রতিবাদে শামিল হন সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিমরা।
বামেদের অভিযোগ, ‘রেশন ব্যবস্থা নিয়ে দুর্নীতি করছেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা। মুখ্যমন্ত্রী হিসাবে তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আচরণ মুখ্যমন্ত্রী সুলভ নয়, দলনেত্রীর মতো হয়ে যাচ্ছে। এই ঘটনা দ্রুত পরিবর্তন হওয়া দরকার।’
রাজ্য সরকারের কাছে বামেদের দাবি, ‘দুর্নীতি, কালোবাজারি বন্ধ করে মানুষকে ন্যায্য রেশন পৌঁছে দিতে হবে। মিথ্যা নয়, সঠিক তথ্য চাই। রাজ্য জুড়ে নমুনা পরীক্ষা বাড়াতে হবে, সমস্ত তথ্য মানুষের সামনে আনতে হবে।’
এদিকে লকডাউন চলাকালীন প্রতিবাদ সভার আয়োজন করায় এদিন গ্রেফতার হন বাম নেতারা। পুলিশ এসে প্রতিবাদসভা তুলে দিতে নির্দেশ দিলেই ধস্তাধস্তি শুরু হয়ে যায় বাম নেতাদের সঙ্গে। পুলিশের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন মহম্মদ সেলিম। বর্ষীয়ান নেতা বিমান বসুর সঙ্গেও ধস্তাধস্তি চলে পুলিশের। যদিও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। বিমান বসু ছাড়া গ্রেফতার করা হয় সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম-সহ উপস্থিত অন্যান্য বাম কর্মীদের। প্রিজন ভ্যানে তুলে তাঁদের নিয়ে যাওয়া হয় লালবাজারে।