Breaking
11 Apr 2025, Fri

বেলগাছিয়ার বস্তি দিয়ে র‍্যাপিড টেস্ট শুরু হল কলকাতায়

রিমা দাস, এইকাল নিউজ:

কেন্দ্রের তালিকা অনুযায়ী করোনা হটস্পট কলকাতা। অন্যদিকে উত্তর কলকাতার বেলগাছিয়া বস্তিকে ইতিমধ্যেই রেড জোন বলে চিহ্নিত করা হয়েছে রাজ্য সরকারের তরফে। সোমবার থেকে বেলগাছিয়ার এই বস্তিতে শুরু হয়ে গেল র‍্যাপিড টেস্ট।
স্থানীয় একটি হাইস্কুলে সেন্টার করা হয়। সেখানে থেকেই বেলগাছিয়া বস্তির বাসিন্দাদের থেকে নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে।
সোমবার থেকেই শুরু হয় দুই পদ্ধতিতে করোনার নমুনা পরীক্ষা। স্বাস্থ্য দফতরের খবর, সম্প্রতি রাজ্য সরকার কেন্দ্রের কাছ থেকে ১০ হাজার টেস্ট কিট পেয়েছে। সেগুলিকে কাজে লাগিয়ে পরীক্ষার সংখ্যা বাড়াতে এই উদ্যোগ। এই র‍্যাপিড টেস্টের মাধ্যমে প্রাথমিক বাছাইয়ের কাজটি করা হবে। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে র‍্যাপিড টেস্টের ফল জানা যায়। এই টেস্টের মাধ্যমে অ্যান্টিবডি তৈরি হয়েছে বোঝা গেলে তখন সোয়াব টেস্ট করা হবে।
স্বাস্থ্য দফতরের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, মূলত করোনা সংক্রমণের হটস্পট, ক্লাস্টার বা কনটেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত জায়গায় র‍্যাপিড টেস্টিং চালু হবে। তবে স্বাস্থ্য দফতরের অনুমতি স্বাপেক্ষে, প্রয়োজনে কম সংক্রমিত এলাতকাতেও এই পদ্ধতিতে পরীক্ষা চালানো যাবে। অন্যদিকে যে সব এলাকায় আক্রান্তের সংখ্যা মোট জনসংখ্যার ২ শতাংশেরও কম, মূলত সেই সব এলাকায় এই ‘পুল টেস্টিং’ চালু করা হবে। উপসর্গ নেই, এমন আক্রান্তদের চিহ্নিত করতেই এই পরীক্ষার ব্যবস্থা।
কী এই এই র‌্যাপিড টেস্ট ? এই র‌্যাপিড টেস্টে করোনা ধরা পড়ে না। কিন্তু রক্তে এক ধরনের অ্যান্টিবডির উপস্থিতি টের পাওয়া যায়। দেহে কোনও ভাইরাসের আক্রমণ হলে, দেহের মধ্যে নিজে থেকেই একটি ভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়। সেই ধরনের কোনও অ্যান্টিবডি পাওয়া গেলে বুঝতে হবে কোনও ব্যক্তির শরীরে সংক্রমণ রয়েছে। তখন ওই রোগীকে আলাদা করা হবে অন্যদের থেকে।
প্রসঙ্গত, অন্যান্য রাজ্যের তুলনায় করোনা ভাইরাসের নমুনা অনেকটাই কম পরীক্ষা হচ্ছে রাজ্যে। যা নিয়ে শুরু থেকেই খড়গহস্ত বিরোধীরা। পশ্চিমবঙ্গে তাই দ্রুত হারে টেস্টিং বাড়াতে একই দিনে জোড়া হেভিওয়েট সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। রবিবার প্রথমে রাজ্যের তরফে জানানো হয় ‘পুল টেস্টিং’ শুরু হবে। তার কিছুক্ষণ পরই ফের বিজ্ঞপ্তি প্রকাশ করে ‘র‍্যাপিড টেস্ট’ও শুরু করা হবে বলে জানায় রাজ্য সরকার। রাজ্য সরকারের এই নির্দেশ মোতাবেক আজ থেকেই শুরু হয়ে যায় র‍্যাপিড টেস্ট।

Developed by