রিমা দাস, এইকাল নিউজ:
রাজ্যে যথেষ্ট করোনার পরীক্ষা হচ্ছে না। এই অভিযোগ বারবার তুলেছে বিজেপি সহ একাধিক বিরোধী দল। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী কেন্দ্র থেকে আসা কিট প্রসঙ্গে একরাশ ক্ষোভ উগরে দিয়ে জানান, “বাংলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে।”
আইসিএমআর যে ১০ হাজার কিট পাঠিয়েছে সেই কিট ত্রুটিপূর্ণ হওয়ায় সেগুলি আবার ফেরত পাঠাতে হয়েছে। এ প্রসঙ্গে দিন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলে বলেন, “সব ত্রুটিযুক্ত কি পাঠিয়েছে। এতে দোষ কার?”বাংলায় এন্টিজেন কিট পাওয়া যায় না সে কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা পরীক্ষা করিনি বলে যারা মিথ্যে কথা বলছেন এবার তারা উত্তর দিক”।
আইসিএমআর, rt-pcr, ভিটিএম কিট ত্রুটিযুক্ত থাকায় সেগুলিকে ফের ফেরত পাঠানো হয়েছে। এতে থমকে গেছে রাজ্যে রেপিট টেস্টের প্রক্রিয়া। সময়মতো টেস্ট করতে হবে নয়তো মানুষ মারা যাবে, আশঙ্কা প্রকাশ করে এই কথা জানিয়ে ফের মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “এই দোষ তবে কার”। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, বিটি এম টেস্ট করতে প্রত্যেক মাথাপিছু দুটি করে কিট লাগে। সেক্ষেত্রে পরীক্ষা করার জন্য ১৪ হাজারের কিছু বেশি কিট চাওয়া হয়েছিল কিন্তু কেন্দ্র থেকে মাত্র আড়াই হাজার কিট দিয়েছে। তাহলে বুঝতে পারছেন রাজ্যে কিট এর কি অবস্থা”। মুখ্যমন্ত্রী যোগ করেন, “রাজ্য স্বাস্থ্য দফতর নিজে থেকেই বেশ কিছু কিট অর্ডার দিয়ে রেখেছিল বলে অবস্থা খানিকটা সামাল দেওয়া গেছে”।
একই সঙ্গে ফের অভিযোগ করে বলেন, পর্যাপ্ত পিপিই দেয়নি কেন্দ্র। রাজ্য নিজে থেকে চার লক্ষের বেশি পিপিই সরবরাহ করেছে বিভিন্ন হাসপাতালে। অন্যদিকে, কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়ে রাজ্যের করো না পরিস্থিতির হাল-হকিকত বুঝতে চাইছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়েছিল রাজ্য।
এদিন ফের একবার নাম না করে কেন্দ্রকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ” মুখে বড় বড় কথা বলে। রোজ একে ওকে পাঠানো হচ্ছে বাংলার অবস্থা দেখে আসো বলে। বাংলা খেতে পারছে কিনা, স্নান করতে পারছে কিনা দেখার জন্য লোক পাঠাচ্ছে। কড়া কড়া চিঠি পাঠাচ্ছে সে চিঠি দিতেই পারে। কি পরিকল্পনা করছে সেটা বুঝতে পারছি না।”