রিমা দাস, এইকাল নিউজ:
রাজ্যে নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৮ জন।তবে গত ২৪ঘণ্টায় করনা মুক্ত হয়ে বাড়ি গেছেন ২৪ জন। তাই এখন রাজ্যে মোট সক্রিয় চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ৩৩৪। বৃহস্পতিবার বিকেলে নবান্নে এই তথ্য দিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।
মুখ্যসচিব জানান, এই মুহূর্তে রাজ্যে মোট করোনা মুক্তের সংখ্যা ১০৩জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যায়নি। ফলে মৃতের সংখ্যা এখনও ১৫।
এদিন মুখ্য সচিব জানান, রাজ্যে ইতিমধ্যে ১২টি ল্যাব রয়েছে যেখানে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। আজ থেকে রাজারহাটের সিএলসিআই হাসপাতলে নমুনা পরীক্ষার কাজ শুরু হয়েছে। আজ সেখানে তেইশটি নমুনা পরীক্ষা করা হয়েছে। অন্যদিকে আরজি কর হাসপাতালে ছোট ছোট কিছু কাজ বাকি আছে। সেখানে আগামীকাল থেকে নমুনা পরীক্ষার কাজ শুরু হবে।