Breaking
11 Apr 2025, Fri

এইকাল নিউজ:

Advertisement

লকডাউনের জেরে বেশ কিছুটা লাগাম পড়েছে করোনা সংক্রমণে। কিন্তু তাতে আত্মতুষ্টির কোনও জায়গা নেই বলেই মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর তাই সতর্কতা জারি করে বৃহস্পতিবার হু-র ডিরেক্টর জেনারেল টিএ গেব্রিয়েসাস সাফ জানালেন, লকডাউন উঠলেই ভয়াবহ আকার নিতে পারে করোনা। ফের বিপজ্জনক পর্যায়ে চলে যেতে পারে সংক্রমণের গতি। বিশ্বের সমস্ত রাষ্ট্রনঃতার কাছে তাঁর বার্তা, ‘এখনই লকডাউন তুলবেন না!’
গেব্রিয়েসাস বলেন, ‘কোনও ভুল করবেন না। আমাদের এখনও অনেক লড়াই করতে হবে। এই ভাইরাস আমাদের সঙ্গে দীর্ঘদিন থাকবে।’ তাঁর কথায়, করোনা দমনে কাজে আসছে সামাজিক দূরত্বের বিধি। তবে লকডাউনের জেরে সপ্তাহের পর সপ্তাহ বাড়িতে বসে থাকতে হচ্ছে। এতে অনেক মানুষ স্বাভাবিকভাবেই বিরক্ত। তাঁরা উপার্জনের জন্য বাড়ির বাইরে যেতে চাইছেন। কিন্তু এই মুহূর্তে পৃথিবী আর আগের পরিস্থিতিতে ফিরে যেতে পারবে না। নতুন এই পরিস্থিতিকেই স্বাভাবিক ধরে নিয়ে এগোতে হবে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে লকডাউন তুলতে হলে অন্তত ৬টি বিষয় মাথায় রাখতে হবে আক্রান্ত দেশগুলিকে। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল, স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো এমন জায়গায় পৌঁছে দিতে হবে, যাতে সংক্রমণ হলেও আক্রান্তদের সনাক্ত করে তাঁদের পরীক্ষা, আইসোলেশন এবং চিকিৎসার ব্যবস্থা সুনিশ্চিত করা যায়।
গ্রেবিয়েসাস আগেও বলেছেন, লকডাউন তোলার ব্যাপারে তাড়াহুড়ো করা উচিত নয়। সেক্ষেত্রে পরিণাম ভয়াবহ হতে পারে। এই ভাইরাসটি ভয়ংকর রূপ নিয়ে ফিরে আসতে পারে। তাড়াহুড়ো করলে লকডাউন তোলার পরবর্তী পরিস্থিতি লকডাউনের আগের মতোই হবে। এদিন আরও দৃঢ়তার সঙ্গে সেই কথাই ফের স্মরণ করিয়ে দিলেন হু কর্তা।

Developed by