Breaking
11 Apr 2025, Fri

একদিনে করোনার কোপে প্রায় ২,০০০, আক্রান্তের নয়া রেকর্ড গড়ল দেশ

এইকাল নিউজ:

একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১৯৭৫ জন। এখনও পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। করনা আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে গোটা দেশ জুড়েই। আর এর জেরে সম্ভবত বাড়তে চলেছে লকডাউনের সময় সীমাও।

রবিবার বিকেলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই পরিসংখ্যান জানানো হল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২৬ এপ্রিল রবিবার বিকেল ৫ টা পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ৯১৭। অর্থাৎ ২৪ ঘন্টায় ১৯৭৫ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যা। ২৪ ঘন্টায় ৪৭ জনের মৃত্যু হয়েছে। ফলে এই মুহূর্তে দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ৮২৬। অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন ৭০৫ জন। ফলে সুস্থতার সংখ্যাও বেড়ে হয়েছে ৫৯১৭ জন। অর্থাৎ এই মুহূর্তে ভারতে করোনা অ্যাক্টিভ কেস ২০১৭৭।
বুলেটিন অনুযায়ী আক্রান্তের সংখ্যায় সবাইকে ছাপিয়ে গিয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা ৭৬২৮। তারপরেই রয়েছে গুজরাত।এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩০৭১। দিল্লিতে ২৬২৫ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। মৃত্যুর সংখ্যার নিরিখেও এক নম্বরে রয়েছে মহারাষ্ট্র।

Developed by