এইকাল নিউজ:
গত ২৪ ঘণ্টায় রাজ্যে এক লাফে বেড়েছে মৃত্যুর সংখ্যা। নতুন করে মারা গিয়েছেন ১১ জন। অর্থাৎ এই পর্যন্ত রাজ্যে করোনা র জেরে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩। পাশাপাশি অডিট কমিটির রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার বিকেল পর্যন্ত রাজ্যে মোট ১০৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। যদিও এর মধ্যে ৭২ জনের মৃত্যু হয়েছে কো-মরবিডিটি বা অন্যান্য রোগের কারণে। এদিন বিকেলে নবান্নে সাংবাদিকদের এই তথ্য দেন মুখ্যসচিব রাজিব সিনহা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭জন। ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তাই এখন রাজ্যে মোট সক্রিয় চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭২। এই মুহূর্তে রাজ্যে মোট করোনামুক্তের সংখ্যা ১৩৯জন বলেও জানান তিনি। এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, রাজ্যে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭৯৫।
এদিন মুখ্যসচিব বলেন, গত ২৪ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ হাজার ৯০৫টি। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬হাজার ৫২৫। এখনও পর্যন্ত এই পরিস্থিতিতে রাজ্যে এখন ৫৮২টি সরকারি কোয়ারান্টাইনে রয়েছেন ৫ হাজার ২৮৮ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারান্টাইন থেকে নজরদারি শেষ হয়েছে ৮ হাজার ৯৭২ জনের। এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১০ হাজার ৭৭৩ জন।
এদিন মুখ্য সচিব আরও বলেন, মূলত চারটি জেলা থেকে সংক্রমণ হওয়ার ঘটনা ঘটেছে। নতুন করে আক্রান্তরা কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। এর মধ্যে কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনা থেকে ৮০ শতাংশ সংক্রমিত হয়েছেন। অন্যদিকে, হুগলি থেকেও নতুন করে করোনা সংক্রমণের খবর এসেছে। রাজ্যে করোনা আক্রান্তের হার ৪.৬ শতাংশ। রাজ্যে সুস্থ হওয়ার হার ১৮.১শতাংশ বলে জানান মুখ্য সচিব। পাশাপাশি রাজ্যে পুল সিস্টেমে করোনা পরীক্ষা হচ্ছে বলে এদিন দাবি করেন তিনি।