Breaking
16 Apr 2025, Wed

হালিশহর-কাঁচরাপাড়ায় মে দিবস পালন সিপিএমের

এইকাল নিউজ:

Advertisement

শুক্রবার সারা দেশের সঙ্গেই মে দিবস পালিত হল হালিশহর-কাঁচরাপাড়ায়। লকডাউনের মধ্যেই সামাজিক দূরত্ব মেনে কমিউনিস্ট পার্টি (মাঃ) হালিশহর এরিয়া কমিটি ও বিভিন্ন শাখা কমিটি হালিশহরের বিভিন্ন স্থানে শ্রমদিবস উদযাপন করে।
বলিদাঘাটা এরিয়া কমিটির অফিসে দলীয় পতাকা উত্তোলন করেন সম্পাদক গুলাব চৌহান। হয় শহিদ বেদীতে মাল্যদান। হালিশহরের প্রাক্তন পুরপ্রধান ড. রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় শহিদ বেদীতে মাল্যদান করে বর্তমানে সারা বিশ্বে সংকটজনক অবস্থার পরিপ্রেক্ষিতে মে দিবস পালনের তাৎপর্য ব্যাখ্যা করেন।
এদিন বাগমোড় বাজার, বাগমোড় সিপিএম কার্যালয়, নবনগর, প্রসাদ নগর, হাজিনগরেও মে দিবস পালিত হয়।
বাগমোড়ে দলের পতাকা উত্তোলন করেন ড. রবীন্দ্রনাথ মুখোপাধ্যায়। শহিদ বেদীতে মাল্যদান করেন এরিয়া কমিটির অন্যতম সদস্য দুলাল ঘোষ।
অন্যদিকে, কাঁচরাপাড়ায় 85 নং বাসস্ট্যান্ডে সিপিএম নেতৃত্ব এবং সিটুর শাখা সংগঠন 85 নং বাস মজদুর ইউনিয়নের পক্ষ থেকে শ্রমিক দিবস পালন করা হয়। দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি শহিদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সিটুর কাঁচরাপাড়া পৌর সমন্বয় কমিটির সদস্যরা।

Developed by