এইকাল নিউজ:
শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেরো পাতার চিঠি দিয়েছেন রাজ্যপালকে। প্রশ্ন তুলেছেন তাঁর ভাষা ও আচরণ নিয়ে। তারই পালটা টুইটে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যপাল জগদীপ ধনকর। তাঁর হুমকি, ‘এতদিন চুপ করেছিলাম। এখন দেখছি, অনেক কিছুই ফাঁস করা অনিবার্য হয়ে উঠেছে।’
শনিবার সন্ধ্যায় রাজভবনে মুখ্যমন্ত্রীর চিঠি পৌঁছতেই গর্জে ওঠেন ধনকর। টুইটে দেন ফাঁস করে দেওয়ার হুমকি। আর তাতেই শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠতে শুরু করেছে, কী এমন ফাঁস করার কথা বললেন রাজ্যপাল!
অন্যদিকে, টুইটে এদিন মুখ্যমন্ত্রীর চিঠিকে সারবত্তাহীন বলে দাবি করেন রাজ্যপাল। তিনি জানান, মমতার দাবি ‘ভিত্তিহীন’ ও ‘অসার’। পাশাপাশি এই সংকটের সময় সংঘাত ছেড়ে একজোট হয়ে কাজ করার বার্তাও মমতাকে দিয়েছেন তিনি।