রিমা দাস, এইকাল নিউজ:
ভিন রাজ্য থেকে শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য দুটি অ্যাপ চালু করেছে রাজ্য সরকার। বুধবার নবান্নে একথা জানালেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
রাজ্যসভার এগিয়ে বাংলা ওয়েবসাইটে ওই অ্যাপ দেওয়া আছে। রাজ্য থেকে বাইরে বেরোনোর জন্য একটা এক্সিট অ্যাপ এবং ভিন রাজ্য থেকে ঢোকার জন্য একটা এন্ট্রি অ্যাপ তৈরি করা হয়েছে।
এদিন স্বরাষ্ট্র সচিব জানান, “সীমান্তে জেলাশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে যাঁরা আটকে পড়েছেন তাঁদের বিশেষ পরিবহন দিয়ে ফিরিয়ে আনার জন্য। যাঁরা ইতিমধ্যেই এসে পড়েছেন তাঁদেরকে সুচারুভাবে ফিরিয়ে আনার ব্যবস্থা করব। পরিযায়ী শ্রমিকদের কাউকেই বর্ডারে আটকে রেখে কষ্ট দেব না।”
আলাপনবাবু এদিন বলেন, “যেসব ভিন রাজ্যের শ্রমিকরা রাজ্যে আসতে চান তাঁরা এন্ট্রি অ্যাপের মাধ্যমে নিজেদের প্রয়োজনীয় নথি জানালে তাঁদেরকে ফিরিয়ে আনা হবে রাজ্যে। এছাড়াও যে সমস্ত শ্রমিকরা বাইরে থেকে রাজ্যে ফিরছেন তাঁদেরকে যথেষ্ট নিরাপত্তার সঙ্গেই রাজ্যে ফেরানো হচ্ছে।”
একই সঙ্গে তিনি জানান, পুণ্যার্থী ও তীর্থযাত্রীদের জন্য আর একটা অ্যাপ চালু হবে। বৃন্দাবন বা অন্যান্য তীর্থস্থানে গিয়ে আটকে পড়েছেন এমন তীর্থযাত্রীদের বাড়ি ফেরানোর জন্য এই অ্যাপ ব্যবহৃত হবে।