Breaking
16 Apr 2025, Wed

কোভিড পজিটিভ বউবাজারের ওসি, আক্রান্ত পার্কস্টিট থানার কর্মী! পুলিশেরও সংক্রমন বাড়ছে

এইকাল নিউজ:

এবার কোভিড পজিটিভ বউবাজার থানার ওসি। বুধবার সকালে এই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়। এদিকে রাতেই ফের কলকাতা পুলিশের পার্কস্টিট থানার স্পেশাল ব্রাঞ্চের এক কর্মী করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর আসে। যদিও রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
একই দিনে কলকাতা পুলিশের দুই কর্মী আক্রান্ত হওয়ার খবরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে পুলিশ মহলে। কারণ, এই নিয়ে কলকাতা পুলিশের মোট নয় জন করোনা আক্রান্ত হলেন।
কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল ( সদর) শুভঙ্কর সিনহা জানিয়েছেন, উপসর্গ নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হন বউবাজারের ওসি। তাঁর লালারস পরীক্ষা করা হয়। বুধবার সকালে রিপোর্ট পজিটিভ আসে। ওই ওসির সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে।
লকডাউন মোকাবিলায় দিনরাত কাজ করছেন পুলিশকর্মীরা। এ ছাড়া হাসপাতালের ডিউটি থেকে শুরু করে নাকা চেকিং, আইনশৃঙ্খলার কাজে অনেকের সংস্পর্শেই আসতে হচ্ছে পুলিশ কর্মীদের। ফলে ঝুঁকির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়েছে। সে কারণে ডিউটির সময় ঘন ঘন হাত স্যানিটাইজ করতে বলা হচ্ছে। সেই সঙ্গে থানা, ট্রাফিক গার্ডে জীবাণুনাশক স্প্রে করাও হচ্ছে। তার পরেও বাহিনীর মধ্যে অনেকেই আক্রান্ত হয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে চিন্তিত স্বাস্থ্য দফতর।
উল্লেখ্য, এর আগে বন্দর এলাকার একটি থানার ওসিও করোনা আক্রান্ত হয়েছিলেন। জোড়াবাগান, বড়তলা থানার একাধিক পুলিশ অফিসার করোনায় আক্রান্ত হয়েছেন। জোড়াবাগান ট্রাফিক গার্ডের এক অফিসার করোনা আক্রান্ত হন। তাঁর কয়েকজন সহকর্মীর করোনার মতো উপসর্গ দেখা দেওয়ায় গোটা ট্রাফিক গার্ডকেই কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।

Developed by