Breaking
16 Apr 2025, Wed

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়াল

এইকাল নিউজ: বৃহস্পতিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়াল। এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ধরা পড়েছে আরও ৩,৫৬১ জনের শরীরে। এই নিয়ে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৫২,৯৫২। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১৬ হাজার।
আক্রান্তের পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য বলছে, ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮৯ জনের। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ১৭৮৩। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৬৫১ জনের। এর পর গুজরাতে মারা গিয়েছেন ৩৯৬ জন। মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা ১৮৫।
যে সাড়ে তিন হাজার মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন, তাঁদের বেশির ভাগই মুম্বই, দিল্লি এবং আমদাবাদের।

Developed by