Breaking
16 Apr 2025, Wed

দেশে ২৪ ঘণ্টায় করোনার বলি ১০৩

এইকাল নিউজ:

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১০৩ জনের। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই তথ্য জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী এদিন সকাল পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন ১,৮৮৬ জন। শুক্রবার সকাল পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় ৩৩৯০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। ফলে এদিনে সকাল পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৬,৩৪২।
লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবারই আক্রান্তের সংখ্যা ৫২ হাজারের গণ্ডি ছাড়িয়েছিল।
নতুন করোনা আক্রান্তরা অধিকাংশ মহারাষ্ট্র, গুজরাত, দিল্লি ও তামিলনাড়ুর। এর মধ্যে মহরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১৬ জন। এই নিয়ে সে রাজ্যে মোট আক্রান্ত ১৭ হাজার ৯৭৪ জন। আক্রান্তের সংখ্যার নিরিখে এর পরেই রয়েছে গুজরাত। সেখানে মোট আক্রান্ত সাত হাজার ১২ জন। দিল্লিতে আক্রান্ত পাঁচ হাজার ৯৮০ জন। ৫৮০ জন নতুন করে সংক্রমিত হওয়ায় তামিলনাড়ুতে মোট আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৪০৯ জন।

Developed by