এইকাল নিউজ:
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ১৩০ জনের শরীরে মিলেছে করোনা সংক্রমণ, যা এ পর্যন্ত রেকর্ড। মৃত্যু হয়েছে আরও ৯ জনের। সুস্থ হয়েছেন আরও ২৭ জন। শুক্রবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, নতুন ১৩০ জনের করোনা চিহ্নিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ১৬৭৮। করোনায় মৃত্যুর সংখ্যা ৮৮। অন্যদিকে, করোনা সংক্রমণ থাকলেও কো-মরবিডিটি অর্থাৎ অন্যান্য উপসর্গে আরও ৭২ জনের মৃত্যু হয়েছে। ফলে সব মিলিয়ে হিসেব মোট মৃত্যু ১৬০। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩২৩ জন। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১১৯৫ বলে ওই বুলেটিনে জানানো হয়েছে।
বুলেটিনে জানানো হয়েছে, কলকাতায় আক্রান্তের সংখ্যা ৮৪৬ জন। একদিনে ৬৩ জনের সংক্রমণ বেড়েছে কলকাতায়। আর কলকাতাতেই মৃত্যু হয়েছে আরও ৮ জনের। তারপরেই হাওড়ায় সংক্রমণ ৩৬২ জন, অর্থাৎ নতুন সংক্রমিত ৩৮ জন। হাওড়ায় মারা গিয়েছেন ১ জন।উত্তর ২৪ পরগনায় সংক্রমণ ২৩২ জনের, নতুন সংক্রমণ ১২ জনের।