Breaking
16 Apr 2025, Wed

সিবিএসই দশম ও দ্বাদশের বাকি পরীক্ষা জুলাইয়ে

এইকাল নিউজ:

করোনা পরিস্থিতিতে মাঝপথেই থমকে গিয়েছিল সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। আগামী ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে সেগুলি মিটিয়ে ফেলা হবে বলে শুক্রবার জানালেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।
এ দিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সিবিএসই পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে মন্ত্রী বলেন, ‘‘মাঝপথে বন্ধ হয়ে যাওয়া পরীক্ষা কবে মিটবে, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন পড়ুয়ারা। আগামী ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত পরীক্ষাগুলি নেওয়া হবে।’’
এর আগে, গত সপ্তাহেই অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রান্স ও ডাক্তারি প্রবেশিকার দিনক্ষণ ঘোষণা করে কেন্দ্র। ১৮ জুলাই তা শুরুর কথা জানানো হয়। তার আগেই সিবিএসই-র পরীক্ষা মিটে যাবে।
এখন একই কারণে বন্ধ হয়ে থাকা আইসিএসই-র দশম শ্রেণি ও পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা পর্ষদের উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে কী সিদ্ধান্ত হয়, সেটাই দেখার।

Developed by