এইকাল নিউজ:
বাইশ গজে তাঁকে ঈশ্বর বলেই মানা হয়। ক্রিকেটের সেই ঈশ্বর শচিন তেন্ডুলকর আবার যেন ঈশ্বরের দূত হয়েই দেখা দিলেন অসহায় দুস্থদের সেবায়।
করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যকে আর্থিক সাহায্য করেছিলেন আগেই। ৫ হাজার দুস্থকে খাওয়ানোর দায়িত্বও নিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। এবার চার হাজার গরিব মানুষকে আর্থিক সাহায্য করলেন তিনি। যাঁদের মধ্যে রয়েছে বৃহন্মুম্বই পুরনিগমের (BMC) অন্তর্গত স্কুলের শিশুরাও। মুম্বইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে ওই দুস্থদের হাতে দেওয়ার জন্য আর্থিক অনুদান দিয়েছেন তিনি। তবে অনুদানের অঙ্কটা জানা যায়নি । যদিও সাহায্যের জন্য কত অর্থ দিয়েছেন, তা জানা যায়নি।