এইকাল নিউজ:
ক্রমশই দীর্ঘ হচ্ছে মৃত্যু মিছিল। দেশে করোনায় মৃত্যু ২০০০ পেরিয়ে গেল। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক টুইট করে জানিয়েছে, দেশে শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২৭ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,২৭৭ জন। এখনও পর্যন্ত মোট আক্রান্ত ৬২,৯৩৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে ইতিমধ্যেই ঘরে ফিরেছেন ১৯,৩৫৮ জন।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে ২১০৯ জনের। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। যা ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে দেশবাসীর।