এইকাল নিউজ:
কলকাতা পুলিশের গন্ডি পেরিয়ে করোনা এবার থাবা বসাল রাজ্য পুলিশেও। আক্রান্ত হলেন উত্তর চব্বিশ পরগনার কামারহাটি পুলিশ ফাঁড়ির এএসআই। যার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তাঁর সংস্পর্শে আসা ফাঁড়ির অন্যান্য কর্মীকে কোয়ারান্টাইনে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা। রবিবার তিনি বলেন, ‘আমরা ওই পুলিশ ফাঁড়িতে স্যানিটাইজেশনের কাজ করছি। পাশাপাশি স্বাস্থ্য দফতরকে খবর দেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনেই সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সূত্রের খবর, কামারহাটির ওসি-সহ ফাঁড়ির বাকি কর্মীদের প্রায় সবাই ওই আক্রান্ত এএসআইয়ের সংস্পর্শে এসেছিলেন। কামারহাটি পুলিশ ফাঁড়িতে মোট কর্মী সংখ্যা ১৩। এর মধ্যে দু’জন এসআই, পাঁচ জন এএসআই এবং ছ’জন কনস্টেবল। সেক্ষেত্রে নিয়ম মেনে সবাইকেই যদি কোয়ারান্টাইনে পাঠানো হয়, তাহলে ফাঁড়ির কাজকর্ম কীভাবে চলবে, তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে স্থানীয় মহলে।
জানা গিয়েছে, শনিবারই বারাসতের এক হাসপাতালে চিকিৎসাধীন ওই এএসআইয়ের কোভিড পজিটিভ আসে।