এইকাল নিউজ:
ফের রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ১১৭ জন। বুধবার বুলেটিন প্রকাশ করে শেষ ২৪ ঘণ্টায় এই সংক্রমণের কথা জানায় স্বাস্থ্য দফতর। বুলেটিন অনুযায়ী, আরও ৯ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ৮৯ জন।
নতুন আক্রান্তদের মধ্যে ৮৫ জনই কলকাতার।
এদিন পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২২৯০। মৃত্যু বেড়ে হল ১৩৫। কো-মরবিডিটির কারণে আরো ৭২ জনের মৃত্যুর হিসাব ধরলে মোট মৃতের সংখ্যা ২০৭। সুস্থ হওযার হার ৩০.৬৬ শতাংশ। এদিনের হিসাব ধরলে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১৩৮১।
বুলেটিনে জানানো হয়েছে, কলকাতায় মোট সংক্রমিতের সংখ্যা ১১২৬। আরও ৫ জনের মৃত্যুর জেরে শুধু কলকাতায় মোট মৃত ১৪০ ।