এইকাল নিউজ:
মমতা টুইটে জানিয়েছেন, ‘আমাদের দেওয়া প্রতিশ্রুতি মতোই দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া এ রাজ্যের বাসিন্দাদের ফেরাতে আমরা বদ্ধপরিকর। তাই আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, রাজ্যের বাসিন্দাদের ফেরাতে আমরা মোট ১০৫ টি ট্রেনের বন্দোবস্ত করতে পেরেছি। আগামী বেশ কয়েকদিন ধরে এই ট্রেনগুলি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আটকে পড়া রাজ্যের বাসিন্দাদের নিজের শহরে ফিরিয়ে আনবে।’
আগামী ১৬ মে থেকে ১৪ জুন পর্যন্ত মহারাষ্ট্র, কেরল, রাজস্থান, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর-সহ প্রায় সমস্ত রাজ্য থেকে ট্রেনগুলি এসে পৌঁছবে মালদা, হাওড়া, দুর্গাপুর, খড়গপুর সহ একাধিক জেলায়।