Breaking
11 Apr 2025, Fri

তেলেনিপাড়া-কাণ্ডে গ্রেফতার ১২৯! ওসি বদলে জল্পনা

এইকাল নিউজ:

তেলেনিপাড়ার সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার বেশ কয়েক দফায় ১২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিন টুইটে করে একথা জানায় রাজ্য স্বরাষ্ট্র দফতর। অন্যদিকে, বুধবার রাতে আচমকাই বদলি করে দেওয়া হয় ভদ্রেশ্বর থানার ওসি নন্দন পানিগ্রাহীকে।
তেলেনিপাড়ার অশান্তির মধ্যেই রাতারাতি এই ওসি বদলের ঘটনায় প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
বৃহস্পতিবার সকালে ভদ্রেশ্বর থানার ওসি পদে দায়িত্ব নেন কৌশিক বন্দ্যোপাধ্যায়।
হুগলির ভদ্রেশ্বরের তেলেনিপাড়ায় অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে বুধবারই নবান্নে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ২৪ ঘণ্টার মধ্যেই কড়া পদক্ষেপ করল রাজ্য স্বরাষ্ট্র দফতর।
উল্লেখ্য, গুজবের মাধ্যমে নতুন করে অশান্তি ছড়ানো রুখতে
মঙ্গলবার দুপুর থেকেই হুগলির শ্রীরামপুর ও চন্দননগর মহকুমা এলাকার ১১টি থানা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

Developed by