এইকাল নিউজ:
লকডাউনের মেয়াদ আরও ১৪ দিন বাড়াল কেন্দ্র। রবিবার রাতে একথা ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ফলে দেশে চতুর্থ দফার লকডাউন জারি থাকবে ৩১ মে পর্যন্ত।
রবিবারই সারা দেশে করোনা সংক্রমণ ৯০ হাজার পেরিয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন চার হাজার ৯৮৭ জন, যা রেকর্ড। সংক্রমণের হারের দিকে তাকিয়েই চতুর্থ দফায় লকডাউনের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হল বলে সূত্রের দাবি।
এদিন রাতে ৯ করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যগুলির সঙ্গে বিস্তারিত আলোচনা করেন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা। তারপরই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পযর্ন্ত সারা দেশেই জারি থাকবে নাইট কার্ফু। প্রয়োজনে ১৪৪ ধারাও জারি করতে পারবে স্থানীয় প্রশাসন। তবে জরুরি পরিষেবা ও তার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ছাড় দেওয়া হবে।
চতুর্থ দফার লকডাউন নিয়ে কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা দফতরের তরফ থেকে সুর্নির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছিল সরকারের কাছে। তারপরই বিস্তারিত নির্দেশিকা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রক। সাফ জানিয়ে দেওয়া হয় লকডাউনের এই পর্যায়ে কোথায় কোথায় কী কী বিধিনিষেধ জারি থাকছে, কী কী ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে।
মেট্রো রেল ও বিমান পরিষেবা যে আপাতত বন্ধ থাকবে তা জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায়। তবে আন্তঃরাজ্য বাস চালানোর বিষয়টি রাজ্যের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ থাকবে শপিং মল, সিনেমা হল, ও রেস্তরাঁও।