এইকাল নিউজ:
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়েই শুক্রবার রাজ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মমতার আবেদনে সাড়া দিয়েই মূলত রাজ্যের আমফান বিধ্বস্ত পরিস্থিতি পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেন মোদি।
এদিন সকাল ১০ টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীর কলকাতা বিমানবন্দরে অবতরণ করার কথা। সেখানে তাঁকে স্বগত জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দর থেকেই হেলিকপ্টারে উঠবেন মোদি-মমতা। আকাশপথে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা পরির্দশন করে পৌঁছবেন বসিরহাট। কথা বলবেন সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জের দুর্গতদের সঙ্গে।
বসিরহাটে প্রশাসনিক বৈঠকও সারার কথা রয়েছে। এরপর বসিরহাট থেকে কলকাতা বিমানবন্দরে হেলিকপ্টারে পৌঁছবেন তাঁরা। সেখান থেকে ফের দিল্লির উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।