এইকাল নিউজ:
পুরনো সব রেকর্ড ভেঙে রবিবার করোনা সংক্রমণে নতুন রেকর্ড গড়ল রাজ্য। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে ২০৮ জন করোনা পজিটিভের সন্ধান মিলেছে বলে রবিবার সন্ধ্যায় জানিয়েছে স্বাস্থ্য দফতর। মৃত্যু হয়েছে আরও তিন জনের। ফলে এদিন রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে হল ৩৬৬৭ জন। করোনায় মোট মৃত্যু ২০০। অন্যদিকে, কো-মরবিডিটি বা অন্যান্য উপসর্গে মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত আরও ৭২ জনের।
আশার কথা, শেষ ২৪ ঘণ্টায় আরও ৫৮ জন সুস্থ হয়েছেন। এদিন স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে রাজ্যে এপর্যন্ত সুস্থ হয়েছেন ১৩৩৯ জন। সুস্থ হওয়ার হার ৩৬.৫১ শতাংশ। এদিনের কলকাতায় নতুন করে ৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৬৬৭। এদিন মৃত তিন জনের মধ্যে কলকাতাতেই মৃত্যু হয়েছে আরও দু’জনের। ফলে কলকাতায়ো করোনা মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৮০। এদিন উত্তর ২৪ পরগনায় নতুন করে ২১ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। ফলে এই জেলায় মোট সংক্রমণ পৌঁছল ৪৬৮-এ। সংক্রমণ বেড়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূমেও।