Breaking
11 Apr 2025, Fri

BREAKING: করোনা আক্রান্ত রাজ্যের মন্ত্রী সুজিত বসু

এইকাল নিউজ:

বিধায়ক তমোনাশ ঘোষের পর এবার করোনা আক্রান্ত খোদ রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। বৃহস্পতিবার তাঁর শরীরে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে।
তাঁর বাড়ির পরিচারিকা করোনা আক্রান্ত ছিলেন বলে জানা গিয়েছে। পরিচারিকার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর মন্ত্রীর পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করা হয়। আর তাতেই তাঁর শরীরে এই সংক্রমণ পাওয়া গিয়েছে। তাঁর পরিবারের অন্যান্যরা সংক্রামিত হয়েছেন কিনা, তা জানা যায়নি।
সুজিতবাবুই রাজ্যের প্রথম কোনও মন্ত্রী যাঁর শরীরে কোভিডে সংক্রমণ ধরা পড়েছে। তবে ইতিবাচক যে তাঁর শরীরে কোনও উপসর্গ নেই। তাই বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি।
বৃহস্পতিবার রাত পর্যন্ত সুজিত বসুর করোনা আক্রান্ত হওয়ার খবর সরকারি ভাবে জানানো হয়নি।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা সর্বভারতীয় তৃণমূলের কোষাধ্যক্ষ তমোনাশ ঘোষের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তমোনাশ বাবুর দুই মেয়ে এবং তাঁর ঘনিষ্ঠ আরও দুজনের শরীরেও করোনা সংক্রমণ ধরা পড়েছে।বিধায়ক তমোনাশ ঘোষ।
তাঁর বাড়ি আবার কালীঘাটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একেবারে কাছে। দুর্গাপুরে গিয়ে তিনি আক্রান্ত হন বলে জানা গিয়েছে। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

Developed by