Breaking
11 Apr 2025, Fri

আমফান আমফান বিধ্বস্ত সুন্দরবন অঞ্চলে ত্রাণ নিয়ে হাজির নোয়াপাড়া থানার পুলিশ

এইকাল নিউজ:আমফান বিধ্বস্ত সুন্দরবন অঞ্চলে ত্রাণ পৌঁছে দিল নোয়াপাড়া থানার পুলিশ। 31 মে নামখানা, বকখালি ও সন্দেশখালি এলাকার প্রায় 300 মানুষের হাতে তুলে দেওয়া হয় অন্তত এক সপ্তাহের শুকনো খাবার। যার মধ্যে ছিল চাল, চিঁড়ে, আটা, মুড়ি, আলু, পিঁয়াজ, বাতাসা, পানীয় জল, বিস্কুট, অব্যবহৃত পোশাক, কিছু জরুরি ওষুধ ইত্যাদি।কর্মসূচির অন্যতম মূল উদ্যোক্তা নোয়াপাড়া থানার মেজোবাবু সাব ইন্সপেক্টর সুমিতকুমার বৈদ্য জানান, ‘নোয়াপাড়া, নৈহাটি, ব্যারাকপুর অঞ্চলের মানুষের অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি। আরও বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু এই অল্প সময়ে আমরা এত পরিমাণ মানুষের কাছে পৌঁছে তাঁদের সাহায্য গ্রহণ করতে পারিনি।’ এর জন্য দু:খ প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি এই উদ্যোগে থানার বড়বাবুর উল্লেখযোগ্য ভূমিকার কথাও বলেন তিনি।

Developed by